একদিকে পঞ্চায়েতের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন অন্যদিকে নিজস্ব আয়বৃদ্ধির দিকেও সমান জোর দেওয়া হয়েছে। প্রধানের ভাবনা, গ্রামের উন্নয়নে শুধুমাত্র সরকারী সহায়তা নয় গ্রামের মানুষের ও অবদান থাকুক। তাই প্রতিটি মানুষকে তিনি তাদের ভূমি ও গৃহকর বার্ষিক প্রদানের আর্জি জানিয়েছেন। সর্বগুনবিচারে মাশিলা হোক সবার মাঝে উল্লেখযোগ্য এই আশায় তিনি যুক্ত রাঁধেন।