স্বাস্থ্য
গ্রামের স্থানে স্থানে জমা আবর্জনা দূর করা, পরিস্কার পানীয় জলের সুব্যবস্থা, ঘরে ঘরে সুলভ স্বাস্থ্যকর শৌচা্লয় তৈরির মত বিভিন্ন স্বাস্থ্যকর কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায়, মাননীয় পঞ্চায়েত প্রধান গোরাই খাঁনের উদ্যোগে মাশিলা পঞ্চায়েত উৎসাহের সাথে গ্রহন করেছে। মাশিলা পঞ্চায়েত সংলগ্ন এলাকায় পানীয় জলের নিরাপদ সংরক্ষণ ও ব্যবহার, ব্যবহৃত জলের নিরাপদ নিকাশি ব্যবস্থা তৈরি, বাসস্থানের পরিচ্ছন্নতা ও খাদ্য দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যবহার এর মাধ্যমে মাশিলা গ্রামের সামগ্রিক পরিবেশ রক্ষার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছেন মাশিলা গ্রামের মাননীয় পঞ্চায়েত প্রধান গোরাই খাঁন। পাশাপাশি করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়ার মত অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধের জন্য সচেতনমূলক বার্তা ও প্রচার করা হয়েছে পুরো গ্রাম জুড়ে। শুধু তাই নয়, গ্রাম বাসীর স্বাস্থ্যের সবদিক থেকে খেয়াল রাখার জন্য ও নির্মল ভারতের এক অংশীদার হতে প্রতিনিয়ত মন প্রান দিয়ে কাজ করে চলেছে মাশিলা গ্রাম পঞ্চায়েত।