মাশিলা গ্রামের পাড়ায় পাড়ায় ঢালাই রাস্তা তৈরি
মাশিলা গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে ঢালাই রাস্তা। আগে বর্ষা বৃষ্টিতে কাদা পায়ে যাতায়াত করতে হত গ্রামের বাসিন্দাদের। তাই সেই সমস্যা সমাধানের জন্য পাকা ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে। খারাপ রাস্তা গুলো মেরামত ও পুননির্মাণ করা হয়েছে। রাস্তায় যাতে জল জমতে না পারে তাই রাস্তায় তৈরি হওয়া বড় গর্ত গুলো বোজানোর ব্যবস্থাও করা হয়েছে। ছাত্র ছাত্রীরা যেহেতু বড় রাস্তা দিয়ে স্কুল যায়, তাই তাদের যাতে স্কুল টাইমে চলাচল করতে কোণো রকম প্রতিবন্ধকতা তৈরি না হয় তাই সমস্ত রকম সতর্কতা পঞ্চায়েতের তরফে নেওয়া হয়েছে। এবং রাস্তা গুলির সমস্ত প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।