মাশিলা গ্রামের পাড়ায় পাড়ায় একাধিক পাবলিক টয়লেট বা শৌচালয় তৈরি
পথ চলতি মানুষের সহায়তার জন্য ও জরুরী প্রয়োজনে যাতে কাজে লাগে তাই মাশিলা গ্রাম জুড়ে একাধিক পুরুষ নারী ভেদে পাবলিক টয়লেট অর্থাৎ সুলভ শৌচাগার ওপেন করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে জল ও অন্যান্য প্রয়োজনীয় প্রসাধনের ও ব্যবস্থা রাখা হয়েছে। নিয়মিত সেগুলো পরিস্কার করার জন্য লোকও নিযুক্ত রয়েছে পঞ্চায়েতের তরফে। এবং নিয়মিত সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তত্ত্বাবধান ও করেন প্রধান স্বয়ং। এবং আগামী দিনে আরও একাধিক সুলভ শৌচাগার তৈরির প্রতিশ্রুতি ও প্রধানের তরফে দেওয়া হয়েছে।