ময়লা জমা জল নিষ্কাশনের জন্য পাকা নর্দমা তৈরি
রাস্তার জমা জল, বৃষ্টির জমা জল, যাতে জমে অসুবিধার সৃষ্টি না করতে পারে, তার জন্য পাড়ায় পাড়ায় পাকা নর্দমা তৈরি করা হয়েছে, এবং এলাকার প্রতিটি বাড়ির সঙ্গে সেই নর্দমা সংযুক্ত রাখা হয়েছে। যাতে প্রত্যেক বাড়ির জমা জল ওই নর্দমার মাধ্যমে ভালো ভাবে নিস্কাশিত হয়ে যেতে পারে। প্রায় প্রত্যেক মাসে পঞ্চায়েতের লোক ওই নর্দমা গুলো পরিস্কারের কাজ ও করে। এবং আগামী দিনে আরও অনেক নর্দমা তৈরি করা হবে।