মাশিলা গ্রামের পাড়ায় পাড়ায় জল ছত্র তৈরি
মাশিলা গ্রামবাসীর জলের সমস্যা দূর করতে এবং গ্রামবাসীকে যাতে দূর থেকে কষ্ট করে জল আনতে না হয় তার জন্য মাশিলার পাড়ায় পাড়ায় জল ছত্র তৈরি করা হয়েছে। এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেই জল যাতে সম্পূর্ণ বিশুদ্ধ ও পরিশ্রুত হয় তা দেখা হয়েছে। এখানেই শেষ নয়, আগামী দিনে আরও অনেক জল ছত্র তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছে পঞ্চায়েত, এবং বিশুদ্ধতার মান কিভাবে বাড়ানো যায় সেটাও ভাবা হচ্ছে।