কৃষি

মাশিলা পঞ্চায়েত কৃষিতে উন্নতির দিক থেকে হাওড়া জেলার মধ্যে অনেক উঁচু স্থানে রয়েছে। মাননীয় গ্রাম পঞ্চায়েত প্রধান গোরাই খাঁনের উদ্যোগে ও উৎসাহে মাশিলা গ্রামের চাষবাস ক্রমশ উন্নতি থেকে আরও উন্নতির পথে এগিয়ে চলেছে। ফসল উৎপাদনের হার ও দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। আধুনিক রাসায়নিক সার, উন্নত জলসেচ ব্যবস্থার প্রচলনের মাধ্যমে ফলনের হার ও বৃদ্ধি পেয়েছে। ফলে বিগত কুড়ি বছরে মাশিলা গ্রামের চাষিদের জীবন যাত্রার মানও উন্নত হয়েছে।