শিক্ষা

মাশিলা গ্রাম পঞ্চায়েত তথা মাননীয় পঞ্চায়েত প্রধান গোরাই খাঁনের উদ্যোগে মাশিলা গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ও স্বাক্ষরতার হার বাড়াতে গ্রামের সব শিশুকে বিদ্যালয়ের আওতায় আনার যে প্রচেষ্টা শুরু হয়েছিল আজ তা পুরোপুরি সফল। শুধু তাই নয়, সব শিশুকে বিদ্যালয়ে ধরে রাখার , তাদের জীবনের উপযোগী ভালো মানের শিক্ষা দেওয়ার ও সব রকম আয়োজন করেছে মাশিলা গ্রাম পঞ্চায়েত। শিক্ষা সম্পূর্ণ করার জন্য যা যা প্রয়োজন যেমন বিনামুল্যে শিশুদের পাঠ্য পুস্তক দেওয়া, অঙ্গনওয়াড়ি স্কুলগুলোর পরিচর্যা, স্কুলে শিশুদের দুপুরের খাবার দেওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনায় সাহায্য হবে এমন সরঞ্জাম দেওয়া, বিনামুল্যে বিদ্যালয়ের পোশাক দেওয়া, শিশু শিক্ষা কেন্দ্র তৈরি করা, মেধাবী দুঃস্থ ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরন এর মাধ্যমে উচ্চ শিক্ষায় উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে নিজের গ্রামের সমস্ত শিশুদের শিক্ষার উন্নতির সব রকম ব্যবস্থা রেখেছে মাশিলা গ্রাম পঞ্চায়েত।